পৃথিবীর অজস্র মানুষকে আমি ঘৃণা করি তাদের মতাদর্শ, জীবনবোধ ও কার্যক্রমের জন্য ;
কিন্তু প্রাণকে ঘৃণা করিনা , কেননা তা অদৃশ্য থেকে উৎসারিত এক দৃশ্যমান স্রোত যা এসব দর্শনবোধ দ্বারা চালিত হয় না, বরং সে সেই অনন্যতা যা সময়ের মরুভূমিতে ক্যাকটাসের মতো উঠে আসে শূন্যতার গহীন শেকড় থেকে। পৃথিবীর এই ঝানু ও উদীয়মান সমস্ত অপরাধের জন্য প্রথমে আমার নিজের দোষ খুঁজে বের করি ; অনেক ভেবে দেখেছি আমার অপরাধ মহাজগতের সমান এবং অপূরনীয় সব ক্ষতির ক্রীড়ানক আমি , জানি অপরাধী এবং সেই অপরাধে নীরব থাকা মানুষ আসলে ভয়ংকর ভাবে এক , তারা একে অপরের পরিপূরক ।
And get more bangla kobita, bangla song lyrics at grablyrics
#poems and poetry#bengalipoem#kobita#probar ripon#grab lyrics#sports car kobita
0 Comments:
Post a Comment