Bohemian Bangla Kobita (বোহেমিয়ান কবিতা ) by Probar Ripon

 আমি আগে থেকেই জানতাম

তোমরা এমন কোন গভীর অন্ধকার কুয়োর মধ্যে পড়তে চলেছ
যেখান থেকে কেবল মৃত্যুর পর-
মৃত্যুই পারে তোমাদেরকে উদ্ধার করতে !
হিমশীতল পর্বতের চূড়ায় শকুনের চঞ্চু থেকে মুক্তি পেতে
প্রমিথিউস যেমন প্রার্থন করেছিল মৃত্যুর !

রাতের ভাগাড়েরা দেহের রঙ বদলে মহামারী ইঁদুরের রূপ নিলো ।
মৃত্যু জাহাজ ভাসালো দ্বীপের কঙ্কিত হৃদয়ের পোতাশ্রয়ের দিকে

Click Here to Read more 

0 Comments:

Post a Comment