Tomra Jedin Shohore Ashbe Lyrics | তোমরা যেদিন শহরে আসবে লিরিক্স – Metrolife

শীত বিকেলের রোদ

ক্লান্ত সে অনুরোধ
রেখে গেছে প্রেয়সীর ওড়নাতে জলছাপ,
দোতালা বাসের ভীড়
বিষাদেই চৌচির
জীবনের গল্পটা ঝরে যায় চুপচাপ।
সে তো কানামাছি খেলা ছুটির বিকেলবেলা
উড়ে চলে হাওয়াতে, মিছে চাওয়া পাওয়াতে।

সম্পূর্ণ লিরিক্স পেতে এখানে ক্লিক করুন

0 Comments:

Post a Comment