ভ্রান্তিজাল ( বাংলা কবিতা)

সহস্র  মানবের ভিড়ে হারিয়ে ফেলেছি মোর অতি চেনা মুখখানি,,
দোষী  তো আমি ই,সত্যিই কি আপরাধী?
মেনে নিয়ে অপবাদ হলাম চির অচেনা,
এখন কি খুশি?আমাকে করে দোষী!

তবে থাক না অজানা সব ইতিহাস,
কোন এক পাতায় নিশ্চয় পাবে-
পাহাড়সম দেয়াল নাইবা ভাঙলাম,, 
হাজারো গল্পের ভিড়ে হারিয়ে যাক অপ্রকাশিত বাক।

মাঝেমধ্যে  ঘৃণিত দৃষ্টিপাত ভাবিত করে,
অবাক হয়েও আশ্চর্য  নয়কো-
অবগত সব প্রপাত।

শেষ বেলায় জয় পরাজয়ের হিসাব চাহি না,
সাঙ্গ হোক তবো বেড়াজাল,
তবেই ঘুচিবে মনঃ মধ্যে গাঁথিত  ভ্রান্তিজাল।
                                         
                                                    ↣প্রিয়াংকা বিশ্বাস

0 Comments:

Post a Comment