চেনা-অচেনা

খুব চেনা মুখ যখন খুব কাছ থেকে দেখেও চেনা যায় না। তখন নিজেকে মস্তিস্ক বিকৃত হওয়া মানুষের মত মনে হয়। হতভম্ভ মন সাদাকালো অতীতের শহরে খুঁজে ফিরে সেই তৈলচিত্র, সেই আয়না।যার মাধ্যমে চেনা অচেনার এই ভ্রান্তিজাল দূর করা সম্ভব। সে তৈলচিত্রে আমি আমার চেনা মুখটা এঁকেছিলাম; আর সে আয়নায় হৃদয়ের প্রতিচ্ছবি দেখা যেত - আমার প্রিয়াকে দেখা যেত !!

শহরের যে ঘরটাতে আমার বাস সেটার অবস্থা বেজায় বেহাল। অনেক কান্নায় ভিজে চুপচুপে হয়ে আছে সারা ঘর। তোমার ছবিটাও ভিজে গেছে। শেষ ভরসা আয়নাটাও সেদিনের ঝরে ভেঙ্গে গেছে। এখানেই হয়েছে মুশকিল। অতীতের সেই অবয়বটার সন্ধান পাবার সব পথ বন্ধ। ভালো লাগছে না এই দ্বিধা-দ্বন্দের ছন্দ।

দূর আকাশের সব অচেনা তারাগুলোকে তো কখনো অচেনা মনে হয়না। খুব আপন লাগে, খুব মায়াবী লাগে। তবে চেনা মানুষকে কেন চেনা যাচ্ছে না ? খুব অচেনা লাগছে........খুব খুব অচেনা লাগছে!!! 

0 Comments:

Post a Comment