যে রাস্তায় জোনাকি পোকার মেলা বসত, পথ হাটতে গেলে দুই একটা জোনাকি শার্টের সাথে লেগে যেত। তারপর মিটমিট করে জ্বলতে থাকা জাদুভরা সে আলোয় ঘরে ফেরার পথ খুঁজতাম সে পথেও হাটা হয় না আজকাল।
দিন শেষে রাত আসছে আবার ভোর শেষে দিন আসছে, সময় ফুরিয়ে যাচ্ছে আর আমার শুধু ভয় হচ্ছে। হারানোর ভয় - আমার আমি, তুমি, তোমরা, সবকিছু হারিয়ে যেতে চাচ্ছে।
সবকিছু কেমন যেন হয়ে যাচ্ছে।
অনেক দিন হল আমি ভোর দেখিনা,
গোধুলি বিকেল দেখিনা,
বিলের জলে ভেসে বেড়ানো বুনোহাস দেখিনা,
আমি অনেক দিন কাশফুল দেখিনা,
আমি আ মি অনেক দিন তোমাকে দেখিনা !!!
0 Comments:
Post a Comment